Eid Mubarak (ঈদ মোবারক)

পবিত্র ঈদুল ফিতরের মহিমা বয়ে আনুক ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্ব।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দঘন উৎসব। এটি বছরের নির্দিষ্ট তারিখে একই নিয়মে একই অনুভবে প্রতি বছর উদযাপিত হয়। রমাদানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে একজন মুসলিম যে কঠোর সংযমের প্রশিক্ষণ লাভ করে, তারই মূল্যায়নের দিন হচ্ছে ঈদুল ফিতর। এটি বিশ্ব মুসলিমের কাছে নিয়ে আসে সৌভাগ্যের ফুলেল শুভেচ্ছা; বয়ে আনে আত্মমূল্যায়নের বারতা। এছাড়া রমাদানের সিয়াম পালনের মাধ্যমে সিয়ামকারী নিজেকে পাপ-পঙ্কিলতা থেকে রক্ষা করে; সকল অনাচার, পাপাচার ও দুরাচারকে দগ্ধীভূত করে সে খাঁটি সোনায় পরিণত হয়। তার মন-মানসিকতায় আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের তীব্র বাসনা অবিরত ধ্বনিত-প্রতিধ্বনিত হয়। তার মন-মগজে সর্বক্ষণ সতর্ক জীবনযাপনের তথা তাকওয়া অবলম্বনের কঠোর দৃষ্টি নিবদ্ধ থাকে। এ প্রশিক্ষণ বাকি এগারো মাস কার্যকর অনুভবে বিচরণের শপথ নেয়ার দিন ঈদুল ফিতর।
মুসলিমদের জাতীয় জীবনে বছরে দু’বার ঈদ উদযাপিত হয়। একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ উৎসব, আনন্দ, খুশি, ফিরে আসা ইত্যাদি। আর ফিতর শব্দের অর্থ নিবৃত্তি বা উপবাস ভঙ্গ করা। ঈদুল ফিতরের অর্থ প্রত্যাবর্তনের উৎসব বা উপবাস ভঙ্গের উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর বিশ্বের সকল মুসলিম এ পবিত্র দিনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এ উদ্দেশ্যে আনন্দঘন উৎসব করে; এজন্য এ পবিত্র দিনের নাম রাখা হয়েছে ঈদুল ফিতর।
আজকের এই পবিত্র দিনে রইল সবার প্রতি শুভেচ্ছা… ঈদ মোবারক