E-commerce Training

‘ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ প্রকল্প। বাণিজ্য মন্ত্রণালয়
ইক্যাবগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের, ডব্লিউটিও সেল কর্তৃক বাস্তবায়নাধীন “ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো” প্রকল্পের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহায়তায় ই-কমার্স বিষয়ক ১১ দিন ব্যাপী গত (২২ সেপ্টেম্বর ২০২০ – ০৪ অক্টোবর ২০২০) অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে আমাকে সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এই প্রশিক্ষণ প্রতিদিন এক ঘন্টা বিরতিসহ (১০টা-০৫টা) ৬ টি সেশনে দক্ষ প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেছেন। সারাদিনব্যাপী ১১ দিনের এই প্রশিক্ষণটি অনেক কষ্টকর ছিল কিন্তু তা টের পাইনি কারণ প্রতি ঘন্টায় ৬ জন প্রশিক্ষক ৬ টি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সেশন পরিচালনা করতেন। সেশনের সম্মানিত প্রশিক্ষক মহোদয়, সতীর্থ প্রশীক্ষনার্থীবৃন্দ ও আয়োজকদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি। বিশেষ কৃতজ্ঞতা Hosneara Khan Naurin আপুর প্রতি।(সার্টিফিকেট আজ ২০ জুন ২০২১ বাংলাদেশ ডাকঘরের মাধ্যমে হাতে পেয়েছি)e-Commerce Association of Bangladesh (e-CAB)M Design Space